7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ক্ষমা চাইলেন স্বতন্ত্র এমপি কেভিন ভুয়োং

ক্ষমা চাইলেন স্বতন্ত্র এমপি কেভিন ভুয়োং - the Bengali Times
স্বতন্ত্র এমপি কেভিন ভুয়োং

যৌন নিপীড়নের আগের এক অভিযোগের ব্যাপারে স্বচ্ছ না থাকায় দুঃখ প্রকাশ করেছেন স্বতন্ত্র এমপি কেভিন ভুয়োং। সেই সঙ্গে নির্বাচনের ঠিক কয়েক দিন আগে বিষয়টি সামনে আসায় ক্ষমা চেয়েছেন তিনি।

নিউজটক ১০১০ এর জন মুরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিরবতা ভাঙলেন ভুয়োং। সদস্য সমাপ্ত ফেডারেল নির্বাচনে টরন্টোর স্পাদিনা-ফোর্ট ইয়র্ক রাইডিং থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি।
টরন্টোতে তার সংসদীয় অফিস থেকে বুধবার জন মুরকে তিনি ভুয়োং বলেন, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এজন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং সত্যিই আমি ক্ষমা চাইছি।

- Advertisement -

নির্বাচনের ঠিক কয়েকদিন আগে ভুয়োংয়ের যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টরন্টো সান। ২০১৯ সালে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগটি আনা হয়। প্রতিবেদনে বলা হয়, অভিযোগটি পরে প্রত্যাহার করা হয়।

অভিযোগ শোনার পর লিবারেল পার্টির পক্ষ থেকে ভুয়োংকে প্রচারণা বন্ধ করতে বলা হয়। পরবর্তীতে দলের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে জয়লাভ করলেও ভুয়োংকে লিবারেল ককাসে স্থান দেওয়া হবে না। যদিও হাজারো ভোটার আগেই মেইলে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছিলেন এবং ব্যালট থেকে তার নাম বাদ দেওয়ার পরিস্থিতি তখন ছিল না বলে জানায় লিবারেল পার্টি।

তবে ভুয়োং সে সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। বুধবার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি। কেভিন ভুয়োং বলেন, আগের অভিযোগের বিরুদ্ধে লড়তে আমি এখানে আসিনি। যা ঘটেছিল সে ব্যাপারে এই ফোরাম যাতে তথ্য দিতে পারে সেজন্যই আমার এখানে আসা।

ভুয়োংকে মনোনয়ন দেওয়ার সময় অভিযোগের বিষয়ে কিছু জানতো না বলে দাবি করেছে লিবারেল পার্টি। সেই সঙ্গে আগামীতে প্রার্থী বাছাই প্রক্রিয়া আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

তবে অভিযোগের ব্যাপারে স্বচ্ছ না হওয়ায় নিউজটক ১০১০ এর কাছে দুঃখ প্রকাশ করেন ভুয়োং। তিনি বলেন, আমি ক্ষমা চাইছি। ফোর্ট ইয়র্কের নাগরিকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। আমি ক্ষমা চাই প্রধানমন্ত্রী ও আমার সাবেক লিবারেল সতীর্থদের কাছেও। আমাকে সমর্থন দেওয়া ব্যক্তিদের বিব্রত করার জন্য আমি তাদের কাছেও ক্ষমা চাই।

অভিযোগ চেপে গিয়ে তিনি ভুল করেছেন এবং এটা একটা বালকসুলভ কাজ হয়েছে বলেও মনে করেন ভুয়োং। তিনি বলেন, আমি ভুল করেছি এবং অভিযোগ প্রকাশ না করার মতো সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছি। সেজন্য আমি ক্ষমা চাই। এ কারণেই আমি সংসদে স্বতন্ত্র সদস্য হিসেবে আছি।

নির্বাচনে জয়লাভের পর ভুয়োং এমপি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এরপর তিনি টরন্টোতে তার কার্যালয়ে কর্মী নিয়োগ করেছেন এবং অটোয়া অফিসেও কর্মী নিয়োগের কথা ভাবছেন। তিনি বলেন, বর্তমানে লিবারেল পার্টি বা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles