14.3 C
Toronto
বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩

কানাডায় খুচরা বিক্রি কমেছে .৬%

কানাডায় খুচরা বিক্রি কমেছে .৬% - the Bengali Times
সিআইবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেন কনসেনসাস পূর্বাভাসে ১ দশমিক ৭ ও স্ট্যাটিস্টিকস কানাডার প্রাথমিক হিসেবে খুচরা বিক্রি ১ দশমিক ৯ শতাংশ কমার যে কথা বলা হয়েছিল সেপ্টেম্বরে বিক্রি তার চেয়ে ভালো হয়েছে

সেপ্টেম্বরে কানাডায় খুচরা বিক্রি দশমিক ৬ শতাংশ কমে ৫ হাজার ৬৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেমিকন্ডাক্টর সরবরাহ জটিলতায় উৎপাদন হ্রাসের কারণে নতুন গাড়ির বিক্রি এ সময় ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার তরফ থেকে শুক্রবার বলা হয়েছে, অক্টোবরে খুচরা বিক্রি ১ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ পূর্বাভাসে সংশোধনী আনতে হতে পারে।

- Advertisement -

সিআইবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেন, কনসেনসাস পূর্বাভাসে ১ দশমিক ৭ ও স্ট্যাটিস্টিকস কানাডার প্রাথমিক হিসেবে খুচরা বিক্রি ১ দশমিক ৯ শতাংশ কমার যে কথা বলা হয়েছিল সেপ্টেম্বরে বিক্রি তার চেয়ে ভালো হয়েছে। সেপ্টেম্বরে খুচরা বিক্রি কমলেও আগের মাসে বিক্রয় বৃদ্ধির সামান্যই বদল হয়েছে।

এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে খুচরা বিক্রি ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের পর এটা সর্বোচ্চ বৃদ্ধি। স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, সেপ্টেম্বরে ১১টি উপখাতের খুচরা বিক্রি হ্রাস পেয়েছে। এর মধ্যে মোটরগাড়ি ও যন্ত্রাংশের ডিলারদের বিক্রি কমেছে ১ দশমিক ৬ শতাংশ। নতুন কারের ডিলারদের বিক্রি কমেছে ২ দশমিক ৮ শতাংশ, ২০২০ সালের ডিসেম্বরের পর যা সর্বোচ্চ হ্রাস। তবে ব্যবহৃত গাড়ির বিক্রি এ সময় ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বস্ত্র ও বস্ত্রের সহায়ক স্টোরের বিক্রি কমে ৫ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। এছাড়া গহনা, লাগেজ ও চামড়ার সামগ্রীর বিক্রি ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর পাদুকার দোকানের খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৪ শতাংশ। খাদ্য ও পানীয়ের স্টোরের বিক্রিও বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

গ্যাসোলিন স্টেশন এবং মোটরগাড়ি ও এর যন্ত্রাংশের ডিলারদের বিক্রি বাদ দিলে মূল খুচরা বিক্রি সেপ্টেম্বরে দশমিক ৩ শতাংশ কমেছে। আর পরিমাণের হিসেবে কমেছে ১ দশমিক ১ শতাংশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles