9.7 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

‘এদের মাঝে আমি কোনো ভালোমানুষ দেখি না’

‘এদের মাঝে আমি কোনো ভালোমানুষ দেখি না’ - the Bengali Times

সোহানা সাবা ছবি ফেসবুক

সকাল থেকে আলোচনায় (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। কারণ পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উঠেছে তিনিসহ আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। দিন শেষে আজ সন্ধ্যায় আলোচনায় আসা সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী, দুই পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিকে প্রশ্নফাঁস কাণ্ডে গাড়িচালক আবেদ আলীর নাম প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

- Advertisement -

ফেসবুকে সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমানকে বেশ সরব দেখা যায়। ফেসবুকে তাদের জীবনযাপন এবং বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন। একজন সামান্য গাড়িচালক হয়েও কিভাবে এত সম্পদ এবং অর্থ-বিত্তের মালিক বনেছেন তা যেন এখন সবার কাছে পরিষ্কার।

এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।

তিনি লিখেছেন, যারা দেখিয়ে দেখিয়ে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে, পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায়, খেলার মাঠে, সমুদ্রতটে নামাজ পড়ে ছবি দেয় সোশাল মিডিয়ায়, এদের মাঝে আমি কোনো ভালোমানুষ দেখি না। সবগুলোই বাটপাড়। যারা শুক্রবার ‘জুমা মুবারক’ বলে ফেসবুকে পোস্ট দেয়, আর যারা নিজের আমলনামা বাদ দিয়ে অন্যদের পোস্টে কমেন্ট করে – পরকালে দোজখে যাবে!! আর দান খয়রাতের ছবি – হিসাব প্রচার করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। সেইগুলোকেও আমার একই ভণ্ড মনে হয়।

এই অভিনেত্রী একাই নন, অনেক শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ছবিসহ আবেদ আলীর নানা সময়ের নানা কর্মকাণ্ড নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles