7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

লায়লার মামলায় জামিন পেলেন টিকটকার মামুন

লায়লার মামলায় জামিন পেলেন টিকটকার মামুন - the Bengali Times
সংগৃহীত ছবি

ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের (২৫) জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন।

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বান্ধবী লায়লা আক্তার ফারহাদ। পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -

১১ জুন তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

এরপর সেই নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। আজ শুনানিকালে বাদী আদালতে হাজির ছিলেন। এ সময় তার আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

মামলার অভিযোগে লায়লা মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। প্রিন্স মামুনের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় জানান।

- Advertisement -

Related Articles

Latest Articles