6.4 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আবারো শাকিবকে ‘স্বামী’ বললেন বুবলী, হাসি থামাতে পারছে না অপু

আবারো শাকিবকে ‘স্বামী’ বললেন বুবলী, হাসি থামাতে পারছে না অপু - the Bengali Times

আবারো ঢালিউডের কিং শাকিব খানকে নিয়ে দ্বন্দে জড়ালেন দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন বুবলী।

- Advertisement -

প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে মন্তব্যকে দায়ী করেছেন তিনি। বুবলি বলেছেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন-তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।’

বুবলীর এই মন্তব্য নিয়ে একটি সংবাদমাধ্যমে ‘আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে যেই প্রতিবেদন নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে বুবলীর এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামাতেই পারছেন না তিনি।

আবারো শাকিবকে ‘স্বামী’ বললেন বুবলী, হাসি থামাতে পারছে না অপু - the Bengali Times
ছবি অভিনেত্রী অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট

পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ একটিভ ছিল, খেয়ালই করতে পারিনি।’

মূলত বুবলীর এই মন্তব্যর সংবাদটি প্রথম নিজ ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন অপু। পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন নায়ক। তবে বুবলীর সঙ্গেও বেশিদিন সংসার করা হয়নি। বর্তমানে আলাদা থাকছেন এই জুটি।

বুবলী-অপু বিশ্বাস দুজনকেই নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেছেন শাকিব খান। তবে বুবলীর দাবি, এখনও তাদের মাঝে বিচ্ছেদ হয়নি। সন্তানের কথা চিন্তা করেই সেটা করেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles