10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসচালক ও হেলপার আটক

ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসচালক ও হেলপার আটক - the Bengali Times

ধর্ষণের হুমকির প্রতিবাদে বকশি বাজারে শিক্ষার্থীদের অবরোধ।

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে ঠিকানা পরিবহনের বাসচালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব। আজ রোববার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিধিরগঞ্জ এলাকা থেকে আটক করা হয় বাসচালক মো: রুবেল ও হেলপার মেহেদি হাসানকে।

এর আগে, হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় ঢাকা কলেজসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

- Advertisement -

গত শনিবার (২০ নভেম্বর) সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে বকশীবাজার কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। ভুক্তভোগী এক ছাত্রী অভিযোগ করেন, ঠিকানা পরিবহনের এক হেলপার শনিবার তাদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। হাফ ভাড়া দেয়ায় ছাত্রীর গায়ে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেয়ার পাশাপাশি ধর্ষণের হুমকিও দেয় ওই হেলপার।

আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ ঠিকানা পরিবহনের মালিকপক্ষকে ডাকে। তারা অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। পাশাপাশি হাফ ভাড়া নিশ্চিতের আশ্বাসও দেয় মালিকপক্ষ। তবে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত হেলপারকে আটক না করলে আবারও আন্দোলনে হুমকি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles