
গত ১৪ এপ্রিল বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পরে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। তদন্তে জানা যায়, ওই ঘটনায় যুক্ত ছিলেন অনেকেই। প্রায় মাস খানেকের ব্যবধানে ধরাও পরে হামলকারীরা।
যেমন দিন কয়েক আগে রাজস্থান থেকে ধরা পড়েন মহম্মদ চৌধরি। তিনি হামলাকারি বন্দুকবাজদের অর্থের জোগান দিয়েছিলেন, এমনকি, রেকি করার দিনেও তাঁদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ। ভারতের রাজস্থান থেকে ধরা হয় এই তাঁকে।
এবার ঘটনার সঙ্গে যুক্ত থাকা আরও এক জনকে হরিয়ানা থেকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতের নাম হরপাল সিংহ। সালমানের বাড়িতে হামলা চালানোর জন্য বন্দুকবাজদের নগদ অর্থের জোগান দিয়েছেন এই হরপাল। যদিও হরপালের আগে গ্রেফতার করা হয় রফিককে। তিনিই রেকি করেছিলেন সালমানের বাড়ির গুলিকাণ্ডের আগে।
জানা যায়, সালমান খানের বান্দ্রার ফ্ল্যাটে গুলি চালান বিষ্ণোই গ্যাংয়ের সদস্যেরা। অভিনেতার বাড়ির দেওয়ালে দু’টি গুলি চালান তাঁরা। ফুটো হয়ে যায় অভিনেতার ফ্ল্যাটের দেওয়াল।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানাচ্ছে, ঘটনার দু’দিনের মাথায় দুই বন্দুকবাজকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধরা পড়েন বন্দুকবাজদের অস্ত্র সরবরাহকারী দুজন।
তাঁরা হলেন অনুজ থাপন ও সোনু বিষ্ণোই। বন্দুকবাজদের দাবি, সালমানের বাড়িতে তাঁরা ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তাঁরা। শোনা গিয়েছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বই অপরাধ দমন শাখা। এ দিকে পুলিশি হেফাজতে থাকাকালীনই আত্মহত্যা করেন অনুজ। তার পরই ধরা পড়েন রফিক। শোনা যায়, বন্দুকবাজদের গুলি চালানোর জন্য হরপাল নাকি ২-৩ লক্ষ টাকা দেন হামলাকারীদের।
তবে আসল ঘটনা কি তা জানা যাবে খুব তাড়াতাড়ি এমনটাই বলছেন মুম্বাই পুলিশ।