10.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের পেটালেন এক নারী

ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের পেটালেন এক নারী
ট্রেনে উঠতে না পেরে স্যান্ডেল দিয়ে যাত্রীদের পেটাচ্ছেন ক্ষুব্ধ এক নারী

ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের পেটালেন ক্ষুব্ধ এক নারী। গতকাল সোমবার (৮ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা যায়।

ওই নারীর অভিযোগ, তিনি আগেই টিকিট কেটেছেন। কিন্তু সিট খালি নেই। যাত্রীদের চাপের কারণে তিনি ট্রেনেও উঠতে পারছেন না। ফলে সপরিবারে ঈদে বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

- Advertisement -

এ কারণে দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের স্যান্ডেল দিয়ে পেটাতে দেখা যায় তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে পিটুনি খাওয়া যাত্রীদের বলতে শোনা যায়, ‌‘আপনি অন্য ট্রেনে যান গা।’ এতে আরও ক্ষেপে যান ওই নারী।

তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষজন। বাস, লঞ্চ টার্মিনালের মতো কমলাপুর রেলস্টেশনেও বেড়েছে চাপ। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাদভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন।

তবে ঈদে ঘরমুখো মানুষের এ চাপকে স্বাভাবিক বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। মানুষের চাপের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে আগের মতো ট্রেন দেরিতে ছাড়া, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভিযোগ নেই যাত্রীদের।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যাত্রীদের চাপ বাড়লেও সবগুলো ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

সূত্র : ইত্তেফাক

- Advertisement -

Related Articles

Latest Articles