12.9 C
Toronto
রবিবার, মে ২৬, ২০২৪

বাবার দেওয়া লটারির টিকিটে কোটিপতি ছেলে!

বাবার দেওয়া লটারির টিকিটে কোটিপতি ছেলে!
স্টিভেন রিচার্ড

নাম তার স্টিভেন রিচার্ড, যুক্তরাষ্ট্রের আইল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। প্রতিদিনের মতো সেদিন সকালেও বাবার সঙ্গে টেবিলে নাস্তা খাচ্ছিলেন তিনি। এ সময় তার বাবা তাকে একটি লটারির টিকিট উপহার দেন। এটি ছিল ‘ম্যাসাচুসেটস স্টেট লটারি’র একটি টিকেট। তার কয়েক দিন আগেই ১০ ডলার মূল্যের ওই টিকিটের ড্র অনুষ্ঠিত হয়েছিল।

বাবার কাছ থেকে উপহারটি পাওয়ার পরই লটারির টিকিট ঘষে নম্বর বের করেন রিচার্ড। এরপর নম্বর মিলিয়ে দেখে তিনি হতবাক হয়ে যান। লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ৪০ লাখ ডলার জিতেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকারও বেশি।

- Advertisement -

প্রথম পুরস্কার পেয়ে বিশ্বাস হচ্ছিল না রিচার্ডের। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি নিজের মুঠোফোনে ম্যাস লটারি নামের একটি অ্যাপের সাহায্য নেন। এরপরই তিনি প্রথম পুরস্কার জেতার বিষয়টি নিশ্চিত হন।

রিচার্ড জানান, লটারিতে জেতা অর্থের একাংশ দিয়ে স্ত্রীকে নিয়ে তিনি ভ্রমণ করবেন। তবে লটারি জেতার পর এই খবরটি বাবাকে জানাতে ভুলেননি রিচার্ড।

- Advertisement -

Related Articles

Latest Articles