5.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মাদক কারবারি নারীর বয়স ৬০, মামলা ৫১টি!

মাদক কারবারি নারীর বয়স ৬০, মামলা ৫১টি! - the Bengali Times

চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি শিপ্রা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ৬০ বছর। তার বিরুদ্ধে মামলা রয়েছে ৫১টি।

- Advertisement -

বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলার বুদ্ধিমানপাড়া থেকে শিপ্রাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শিপ্রা চুয়াডাঙ্গা জেলার বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘শিপ্রা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে ৫১টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। তার স্বামী-সন্তানও মাদক কারবারি। স্বামী মারা গেলেও তার সন্তান আলী হোসেন (৪০) মাদক মামলায় ৩২ বছরের সাজা পেয়ে এখন কারাভোগ করছে।’

৩০ বছরে ৫১ মামলা!

পুলিশ জানায়, শিপ্রা প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। গ্রেপ্তার হন শতাধিক বার! বিভিন্ন মেয়াদে সাজাও হয় চার মামলায়।

শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনি একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। এরমধ্যে একটি মামলায় ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

শিপ্রা ঘরের ভেতর ঢুকলেই তাকে আর গ্রেপ্তার করা যেতো না! কারণ, ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যেতেন। তবে শেষ পর্যন্ত তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

সূত্র: ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles