10.7 C
Toronto
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

নারী ক্রিকেটে ইংলিশ তারকার নতুন রেকর্ড

নারী ক্রিকেটে ইংলিশ তারকার নতুন রেকর্ড - the Bengali Times

নারী ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার শার্লি ডিন। ওয়ানডেতে মাত্র ২৬ ইনিংস খেলে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন শার্লি ডিন।

- Advertisement -

এই রেডর্ক গড়ার পথে শার্লি ডিন ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার লিন ফুলস্টোনের নজির। তিনি ২৭ ইনিংসে ৫০ উইকট শিকার করেছিলেন।

নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডেকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়েন তিনি। এরপর সুজি বেটস এবং লিয়া তাহুহুকেও আউট করেন। ৯ ওভার বল করে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২০৭ রানে।

শুধু বল নয়, ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শার্লি। তিনি ৭০ বলে অপরাজিত ৪২ রান করেন। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ইংল্যান্ড।

- Advertisement -

Related Articles

Latest Articles