1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পণ্য উৎপাদন ও সেবা খাতে গতি ফিরেছে

পণ্য উৎপাদন ও সেবা খাতে গতি ফিরেছে
ছবিফাইল

স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে কানাডার অর্থনীতিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে বছরওয়ারি ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও ২০২০ সালের প্রথম তিন মাসে ৯ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছিল দেশটি। সে হিসাবে প্রথম প্রান্তিকের এ প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা কম।

প্রথম প্রান্তিকের এ প্রবৃদ্ধিতে জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করার প্রভাব পড়েছে। এর ফলে পণ্য উৎপাদন ও সেবা খাতে এক ধরনের গতি ফিরেছে।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, প্রান্তিকের শেষ মাস মার্চে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ১ শতাংশ। এর আগের মাস ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ৪ শতাংশ। তবে প্রান্তিক শেষে সার্বিক অর্থনৈতিক কর্মকা- মহামারি পূর্ববর্তী অবস্থা অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় ১ শতাংশ কম ছিল।

প্রথম প্রান্তিক মোটামুটি ভালো কাটলেও দ্বিতীয় প্রান্তিকে ধাক্কা খেতে হবে বলে মনে করছে স্ট্যাটিস্টিকস কানাডা। সংস্থাটির হিসাবে, এপ্রিলে অর্থনৈতিক উৎপাদন দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালের এপ্রিলের পর এটাই প্রথম হ্রাস।

- Advertisement -

Related Articles

Latest Articles