20.9 C
Toronto
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

‘ও আমার প্রাণ, আমার আত্মা’ কাকে বললেন ঐশ্বরিয়া?

‘ও আমার প্রাণ, আমার আত্মা’ কাকে বললেন ঐশ্বরিয়া?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ছবি সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে বর্তমানে সিনেমা নয়, এ সুন্দরী বারবার খবরের শিরোনাম হচ্ছেন ব্যক্তিগত জীবন নিয়ে।

তবে খবরের রংচঙা শিরোনামে কখনোই পাত্তা দেননি অভিনেত্রী। তবে সন্তানের বিষয়ে বলার আগে ভাবতে হয় না অ্যাশকে।

- Advertisement -

ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির মেয়ে আরাধ্যা বচ্চন। ছোট থেকেই খবরের শিরোনামে বারবার জায়গা করে নিতে দেখা গেছে তাকে। কখনো তার লুক, কখনো তার স্কুলের পারফর্মেন্স জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যমে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আরাধ্যাকে নিয়ে অ্যাশ বলেন, ‘ও আমার জীবন। ওর জন্য আমার সবটাই। সারা জীবন থেকে যাবে। ও আমার প্রাণ আমার আত্মা।’

এর আগে ঐশ্বরিয়ার সাথে মেয়ে আরাধ্যার তুলানা করে ট্রল করা হয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন,
আমি পাবলিক ফিগার, আমাকে নিয়ে ট্রল করলে মেনে নেব। তবে মেয়েকে নিয়ে নয়।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপরে ২০১১ সালে এ তারকা দম্পতির ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা।

- Advertisement -

Related Articles

Latest Articles