23.5 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব !

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব !

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রামে ছড়িয়েছে। তবে এসব ঘটনা গুজব আখ্যা দিয়ে উচ্চ বিদ্যালয় বলা হয়েছে, ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষ্ঠিত এক মতবিনিময়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান জানিয়েছেন।

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আট বিভাগেই আমরা সার্বিক প্রস্তুতি ভালো ভাবে সম্পন্ন করেছি। ঢাবির ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, সেই আত্মবিশ্বাসটুকু অন্তত আমাদের রয়েছে। যারা এসব করছে আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সামজিক মাধ্যম ফেসবুকসহ মেসেঞ্জার ভিত্তিক টেলিগ্রামে অ্যাপে ঢাবি প্রশ্ন ফাঁসের ঘটনাটি ছড়ানো হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহের আশ্বাস দেওয়া হয়। ভর্তি পরীক্ষার্থী হয়ে ওই চক্রটির সঙ্গে সংবাদ প্রকাশের এই প্রতিবেদক যোগাযোগ করে। যোগাযোগের তিন ঘণ্টা পর অ্যাকাউন্ট মুছে ফেলে ওই চক্র।

- Advertisement -

Related Articles

Latest Articles