2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যে কারণে বালিশ নিয়ে বাংলাদেশ সফরে রিজওয়ান

যে কারণে বালিশ নিয়ে বাংলাদেশ সফরে রিজওয়ান - the Bengali Times
পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনালে দল হেরে গেলেও তার ৫২ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস নজড় কেড়েছে সবার। এসব কিছু চাপিয়ে এবার রিজওয়ানের বাংলাদেশ সফরে আসতে বালিশ নিয়ে আসার রহস্যে মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রিজওয়ানের এই ছবিটি সবার নজর কেড়েছে। সবারই প্রশ্ন, কেন বালিশ সঙ্গে করে নিয়ে এসেছেন রিজওয়ান?

- Advertisement -

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সেই কারণ বের করেছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ। নিজেদের প্রতিবেদনে তারা জানিয়েছে, মোহাম্মদ রিজওয়ানের বালিশ বহন নতুন কোনো ঘটনা নয়।

শুধু বাংলাদেশ সফরেই নয়, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছেন রিজওয়ান। এ খবর জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদেস।

তিনি বলেছেন, ‘রিজওয়ানের সব জায়গায় বালিশ নিয়ে যাওয়ার কারণটা খুব সাধারণ। সে অন্য কোথাও, অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না। এ জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। এমনকি দেশের মধ্যে খেলা হলেও রিজওয়ান বালিশ নিয়ে যায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলার আগের রাতেই আইসিইউতে ছিলেন রিজওয়ান। কিন্তু খুব দ্রুতই সেরে ওঠায় মাঠে নেমে পড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে হয়তো নিজের ঘুমটা সারতে চান! সেজন্যই হয়তো আরব আমিরাত থেকে বালিশ নিয়ে ঢাকায় এসেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles