23.3 C
Toronto
বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪

কারোর প্রেম সহ্য হচ্ছে না, জুতা হাতে তৈরি সায়ন্তিকা!

কারোর প্রেম সহ্য হচ্ছে না, জুতা হাতে তৈরি সায়ন্তিকা!
সায়ন্তিকা বন্দোপাধ্যায়

প্রেমের দিবস মানেই মন খারাপের মুহূর্ত সিঙ্গেলদের। তারা যে কী করতে চলেছেন আগামী দিনে তারাই জানেন। তবে, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ভালোবাসার দিন যে কী করবেন, সেটা সাফ জানিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মিম, আর তাতে একজোট হলেন বেশিরভাগ। যেখানে দেখা যাচ্ছে, দুই প্রেমিক প্রেমিকা মিলে মাঠের ধারে বসে আছেন এবং তাদের একজন জুতা ছুঁড়ে মারতে যাচ্ছেন। সেই মিম শেয়ার করেছেন সায়ন্তিকা।

- Advertisement -

অভিনেত্রী লিখছেন, এটাই আমার ক্লিয়ার কাট মনের কথা। তার মানে, প্রেমের বিশেষ দিনে এই কাজ করতে চলেছেন তিনি? অভিনেত্রীর এমন দাবি দেখে একদল তাকে সমর্থন করেছেন। তাদের বেশিরভাগের বক্তব্য, আমরাও আপনার সঙ্গে আছি। আবার কেউ বললেন, আমাদের তরফেও এমন কিছুই হতে চলেছে। আবার কারোর কথায়, আমি তো ঘুমাব। আপনিও তাই করুন।

প্রসঙ্গত, এখন বেশিরভাগ সময় সায়ন্তিকা বাঁকুড়াতেই সময় কাটান। রাজনীতিতে বেশি সময় যাপন করেন। টলিউডে সেভাবে এখন কাজ করতে দেখা যায় না তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles