7.9 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

২০২২ সালে শুরুর দিকে বুস্টার ডোজ পাবেন সাধারণ নাগরিকরা

২০২২ সালে শুরুর দিকে বুস্টার ডোজ পাবেন সাধারণ নাগরিকরা - the Bengali Times
ছবি সিটিভি নিউজ

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, বয়স ও ঝুঁকির ভিত্তিতে সাধারণ নাগরিকরা ২০২২ সালে শুরুর দিকে কোনো এক সময় বুস্টার ডোজ পাবেন। অন্টারিও তৃতীয় ডোজ হিসেবে কেবল এমআরএনএ ভ্যাকসিনই দিচ্ছে। তাছাড়া এ মাসের কোনো এক সময় হেলথ কানাডা ৫-১১ বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেবে বলেও ইঙ্গিত দেন স্বাস্থ্য কর্মকর্তারা।

যোগ্য বাসিন্দাদের জন্য বুস্টার ডোজের ৩১ হাজার অ্যাপয়েন্টমেন্ট এখনও উন্মুক্ত আছে বলে জানিয়েছে টরন্টো সিটি কর্তৃপক্ষ। তৃতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য উপযুক্ত ব্যক্তিদের তালিকা শনিবার সম্প্রসারিত করে প্রদেশ। এরপর রোববার এক সংবাদ বিবৃতিতে আগের দিন ৮ হাজার অ্যাপয়েন্টমেন্ট বুক করার কথা বলে সিটি কর্তৃপক্ষ।

- Advertisement -

সংবাদ বিবৃতিতে বলা হয়, সিটি কর্তৃপক্ষ এ সপ্তাহে প্রাদেশিক বুকিং ব্যবস্থার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের কাছ থেকে ৪০ হাজার তৃতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট নেবে। ৩১ হাজার অ্যাপয়েন্টমেন্ট এখনও বাকি আছে, আগামী দুই সপ্তাহে যা দেওয়া যাবে।

এ সপ্তাহে অন্টারিওর অতিরিক্ত ২৮ লাখ মানুষ বুস্টার ডোজ বুক করার যোগ্য হবেন। তাদের মধ্যে আছেন দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহীতা সম্মুখসারির স্বাস্থ্যকর্মী ও অন্টারিওর সব আদিবাসী। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস আগে তৃতীয় ডোজ গ্রহণের সুযোগ নেই বলে প্রদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles