13.4 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

জানেন কি, লিফটে আয়না কেন থাকে?

জানেন কি, লিফটে আয়না কেন থাকে?

প্রতিদিন অফিসে যাওয়ার সময় লিফটে উঠেই প্রথমে দেখে নেয়, সাজটা ঠিক আছে কিনা, ড্রেসটা মানিয়েছে তো, লিফটের আয়নায় নিজেকে দেখতেই সময় শেষ।

- Advertisement -

তবে, এটা কি শুধু সাজ-গোজ আর শাড়ির ভাঁজ ঠিক করতেই দেওয়া হয়, নাকি অন্য কোনো কারণও আছে কখনো নিশ্চয় মনে প্রশ্নটা এসেছে, আসুন উত্তরটা জেনে রাখি

লিফটের আয়না রাখার পিছনে মূল কারণ সুরক্ষা। আপনার পাশের বা পিছনের ব্যক্তি কী করছেন মুখ ঘুরিয়ে তা দেখা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আয়না থাকলে খুব সহজেই তা জানতে পারবেন।

প্রথম দিকে লিফট থাকত অভিজাতদের বাড়ি এবং বিলাসবহুল হোটেলেই। সেখানে তাদের প্রাণ সংশয় থাকত। সেই ভয় কাটাতে আয়না লাগানো হয়।

আরও পড়ুন :: ঘরের সতেজতা বাড়াবে যেসব গাছ

আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদেরও খুব সাহায্য হয়। লিফটের ভিতরে এগিয়ে আসতে বা পিছিয়ে যাওয়ার প্রয়োজন হলে, আয়না দেখে খুব সহজেই তারা পিছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।

ছোট এবং বদ্ধ স্থানে ভয়, অনেকেরই এই ফোবিয়া আছে। যার জন্য তারালিফটে উঠতে ভয় পান। এই ভয় কাটাতে কাজ করে আয়না।

আয়না লাগানো থাকলে লিফটে অনেকটাই জায়গা আছে মনে হয়। ভিতরে আটকা পড়ার ভয়টাও অনেকটা কমে আসে।

যাদের অফিস বহুতলের অনেকটা উপরে, অনেকটা সময় তাদের লিফটে কাটাতে হয়। সেই সময়টা যদিও এমন বেশি কিছু নয়।

তা সত্ত্বেও ওই সময়টুকুই তাদের কাছে লিফটে থাকাটা বিরক্তির হয়ে দাঁড়ায়। কারণ ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না।

আর এই একঘেয়েমি কাটাতে আয়নার তুলনা হয় না। নিজেকে দেখতে দেখতেই কখন যে গন্তব্য ফ্লোরে পৌঁছে যাবেন টের পাবেন না।

লিফট ব্যবহারের সময় ছোট কিছু বিষয়

  • লিফটে ওঠার জন্য তাড়াহুড়া করবেন না। লাইন করে লিফটে উঠুন এবং নামুন
  • কোনো কারণে লিফট মাঝপথে আটকে গেলে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। জরুরি বাটন চাপুন
  • হাসপাতালের লিফটে আগে রোগীকে উঠতে দিন
  • লিফটে উচ্চ শব্দে কথা বলা থেকে বিরত থাকুন।
  • লিফটে আয়নায় নিজেকে এমনভাবে দেখা যাবে না, যাতে করে সবার মনোযোগ আপনার দিকে চলে আসে।
- Advertisement -

Related Articles

Latest Articles