27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস

শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস

শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আজ বুধবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি।

- Advertisement -

শপথ গ্রহণের পর ফেরদৌস বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।

তিনি আরও বলেন, আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles