7.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কুইবেকের জরুরি কক্ষে অকুপেন্সির হার বাড়ছে

কুইবেকের জরুরি কক্ষে অকুপেন্সির হার বাড়ছে - the Bengali Times
কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহে জরুরি কক্ষ এড়িয়ের চলতে কুইবেকের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান

কুইবেকের জরুরি কক্ষে অকুপেন্সি হার আবার বাড়তে শুরু করেছে। ১৯ ডিসেম্বর থেকে অকুপেন্সি হার কিছুটা কমতির দিকে ছিল।

ইনডেক্স সান্তের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভোর ছয়টার দিকে জরুরি কক্ষের গড় অকুপেন্সি হার ছিল ১১২ শতাংশ। আগের দিন যেখানে এ হার ছিল ৯৫ শতাংশ।

- Advertisement -

কুইবেকের আটটি অঞ্চলে অকুপেন্সি হার ১০০ শতাংশের বেশি। এর মধ্যে মন্ট্রিয়লে এ হার ১১৮, লরেন্টিয়ান্সে ১৪৮ এবং লানুদিয়েরে ১৩৮ শতাংশ।

কুইবেক সিটি এবং চডিয়েরে-অ্যাপালাচেসে এর হার তুলনামূলক কিছুটা ভালো, যেখানে জরুরি কক্ষের অকুপেন্সি হার ৯২ থেকে ৯৬ শতাংশের মধ্যে। এ ছাড়া এস্ট্রি এবং নর্থ শোরের জরুরি কক্ষে অকুপেন্সি হার যথাক্রমে ৯৬ এবং ৮০ শতাংশ।

জরুরি কক্ষে ২৬ ডিসেম্বর গড় অপেক্ষমাণ সময় ছিল সাড়ে চার ঘণ্টার বেশি। স্ট্রেচারের অপেক্ষায় থাকা লোকজনের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ১৫ ঘণ্টা ৪০ মিনিটে।

কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহে জরুরি কক্ষ এড়িয়ের চলতে কুইবেকের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জরুরি বিভাগে পরামর্শ গ্রহণের জন্য যারা যাচ্ছেন তাদের বড় অংশের জরুরি স্বাস্থ্য সমস্যা নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles