7.1 C
Toronto
শুক্রবার, মার্চ ১, ২০২৪

২০ লাখ রুপি গলায় ঝুলিয়ে বিয়ের আসরে বর, অনলাইনে ঝড়

২০ লাখ রুপি গলায় ঝুলিয়ে বিয়ের আসরে বর, অনলাইনে ঝড়
ছবি সংগৃহীত

বিয়ে নিয়ে মানুষ ঘটান কতো অদ্ভুত কাণ্ড। চমক দিতে গিয়ে কেউ কেউ যা করেন, তাতে অনেকেরই চোখ হয় ছানাবড়া। সেরকমই একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের এক বর।

পরনে জমকালো শেরওয়ানি, মাথায় পাগড়ি, পায়ে আছে নাগরা জুতা। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল। চমক দেখালো বরের গলার মালাটি। বহুদামি বাহারি নকশার মালা নয়। বর পরেছেন পাঁচশ’ রুপির নোট দিয়ে বানানো বিশাল এক মালা। তাদের দাবি অনুযায়ী, যাতে রয়েছে মোট ২০ লাখ রুপি।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। হরিয়ানার কুরেশি গ্রামের ওই বরও হয়ে যান ভাইরাল। বরের এই কাণ্ড দেখে স্বয়ং কনেও অবাক বনে গেছেন।

রুপির মালা পরে বিয়ে করতে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু সেই মালায় ২০ লাখ রুপি ছিল না। নেটিজেনরা বলছে, এই বরের বাড়িতে আয়কর দপ্তরের হানা দেওয়া জরুরি। কেউ আবার রুপিগুলো আসল নাকি মিথ্যা সেই প্রশ্নও তুলছেন। কেউ আবার জানতে চেয়েছেন বরের আয়ের উৎস।

- Advertisement -

Related Articles

Latest Articles