10.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

নারীর সঙ্গে হুইপ আতিকের ‘ঘনিষ্ঠ আলাপের’ অডিও ভাইরাল

নারীর সঙ্গে হুইপ আতিকের ‘ঘনিষ্ঠ আলাপের’ অডিও ভাইরাল
আতিউর রহমান আতিক

শেরপুর-১ (সদর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের সঙ্গে এক নারীর ‘ঘনিষ্ঠ আলাপের’ অডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে হুইপের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

হুইপের দাবি, তাঁর জনপ্রিয়তার কারণে এডিটিং করে প্রতিপক্ষের লোকজন এটি করেছে।

- Advertisement -

ফেসবুকে এটি ভাইরাল হয় সোমবার রাতে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মঙ্গলবার জিডি করা হয়েছে। এ ঘটনায় একজন আটক হয়েছে বলে হুইপ সমকালের কাছে দাবি করেন।

ওসি বশির আহমদ বাদল বলেন, ‘অডিওটি এডিট করা বলে দাবি করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছি। কাউকে আটক করা হয়নি।’

শেরপুর-১ (সদর) আসন থেকে পাঁচবার এমপি হয়েছেন আতিউর রহমান। এবারও প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

তিনি বলেন, ‘দলীয় মনোনয়নকে ঘিরে এডিটিং করে কোনো মেয়ের সঙ্গে কথা জুড়ে দিয়ে একটি অডিও বানানো হয়েছে। যারা আমার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেয়, মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তারাই এটি করিয়েছে।’

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, হুইপের আপত্তিকর আলাপের অডিও ভাইরাল হওয়ার বিষয়টি দলকে বিব্রত করছে।

হুইপের অভিযোগ সম্পর্কে বলেন, ‘তিনি আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাধীনতাবিরোধী লোকজনকে ঢুকানোকে কেন্দ্র করে মতবিরোধ হয়। তাঁর কিছু কার্যকলাপের কারণে বিরোধিতা করি।’

প্রসঙ্গত, আতিউর রহমান, ছানুয়ার হোসেন ছাড়াও অন্তত ৮ জন শেরপুর-১ (সদর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles