
লিপস্টিক নারীদের রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ। ইতালির অভিনেত্রী মনিকা বেলুচ্চি তো লিপস্টিককে সবচেয়ে মূল্যবান অস্ত্র বলেই আখ্যা দিয়েছেন। সৌন্দর্য প্রকাশের এই উপকরণটি নিয়ে নারীমহলেও চলে আলোচনা। কে কোন লিপস্টিক নেবে, কোনটা থেকে কোনটা ভালো এসব নিয়ে আলোচনার শেষ নেই।
ঠোঁটে লিপস্টিক না লাগিয়ে অনেক নারীই বাইরে বের হন না। কেবল সৌন্দর্যচর্চা বা ফ্যাশনই নয়, লিপস্টিকের সঙ্গে ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসেরও গভীর সংযোগ রয়েছে বলে মনে করেন অনেকে।
লিপস্টিক ঠোঁটে নেওয়ার কারণে নানাভাবে সেটি ব্যবহারকারীদের পেটে চলে যায়। যারা বছরের পর বছর লিপস্টিক নিতে অভ্যস্ত তারা তো সারা জীবনে কয়েক কেজি লিপস্টিক খেয়ে ফেলেন।
পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে ৫০ থেকে ৫৫ শতাংশ নারী নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন। আর ঠোঁটে প্রতিদিন লিপস্টিক লাগান— এমন একজন নারী সারা জীবনে দু থেকে চার কেজি লিপস্টিক খেয়ে ফেলেন।