1.9 C
Toronto
রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

এক চোর, একক পরিকল্পনা, দিল্লির সবচেয়ে বড় চুরি

এক চোর, একক পরিকল্পনা, দিল্লির সবচেয়ে বড় চুরি

একাই পরিকল্পনা করে সাম্প্রতিক সময়ের দিল্লির সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটিয়েছেন ছত্তিশগড়ের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। শহরের অন্য এক চোরকে পুলিশ গ্রেপ্তার করলে সে জানায় দিল্লি থেকে ‘বড় কাজ’ করে ফিরেছে একজন। এর জের ধরেই শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।

- Advertisement -

গ্রেপ্তার ওই ব্যাক্তির নাম লোকেশ শ্রিভাস। তিনি এখন বিলাসপুর পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে বাসে করে একাই দিল্লি আসে শ্রিভাস। দিল্লির ভোগাল এলাকার উমরাও জুয়েলার্সকে টার্গেট করেন তিনি। প্রতি সোমবার দোকানটি বন্ধ থাকে আর শ্রিভাস রবিবার রাত ১১টার দিকে পাশের একটি ভবন থেকে দোকানে ঢোকে। দোকানের লকার ভেঙে গহনা চুরি করে পরদিন সন্ধ্যা ৭টা বের হয়ে যায়।

বিষয়টি দোকানমালিক টের পান পরদিন অর্থাৎ মঙ্গলবার। যদিও ততক্ষণে ছত্তিসগড়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লোকেশ রাও নামের এক চোরকে আটক করলে সে জানায়, লোকেশ শ্রিভাস দিল্লিতে ‘বড় কাজ’ করে ফিরছে। পুলিশ তখন সিসিটিভি ফুটেজ ও শ্রিভাসের ছবি দেখে নিশ্চিত হয় সেই চুরির সঙ্গে জড়িত। পরে রাইতে শ্রিভাসের বাড়িতে গিয়ে অপেক্ষা করে পুলিশ। শ্রিভাস বাড়িতে পৌঁছামাত্রই তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles