1.9 C
Toronto
রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

কল চাপলেই বের হচ্ছে মদ!

কল চাপলেই বের হচ্ছে মদ!
ছবি সংগৃহীত

কল চাপলে পানি বের হয়। এটা সবার জানা। তবে এবার কল থেকে পানি নয়, বের হচ্ছে মদ। সম্প্রতি এমনই একটি ঘটনা দেখে চোখ কপালে উঠেছে ভারতের পুলিশ সদস্যদের। জানা গেছে, প্রায় ২২০ লিটারেরও বেশি মদ উদ্ধার করেছে তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আবগারি দপ্তরের একটি দল অবৈধ মদ ব্যবসা ঠেকাতে অভিযান চালিয়েছিল। এ সময় তারা দেখতে পান, মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে মদ। এরপর পুলিশ হ্যান্ডপাম্পের সাহায্যে মদ বের করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

- Advertisement -

আবগারি দপ্তর জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আবগারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন কর্মকর্তা বলেছেন, আবগারি এবং পুলিশের চোখ এড়াতে মদ ব্যবসায়ীরা মাটিতে গর্ত খনন করে এবং তাতে একটি ট্যাংক স্থাপন করে। এরপর উপরে মাটি ঢেলে দেয় যাতে সমতল দেখায় এবং ট্যাংকে হ্যান্ডপাম্প বসায়।

- Advertisement -

Related Articles

Latest Articles