10.8 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

ঘুষের রেট নির্ধারণকারী সেই এসি ল্যান্ড বরখাস্ত

ঘুষের রেট নির্ধারণকারী সেই এসি ল্যান্ড বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাবেক এসি ল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলার পর তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -

গত জুলাই মাসে পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুষ নেবেন, এমন রেট নির্ধারণ করে দেন এসি ল্যান্ড বা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে করা ওই সভার অডিও রেকর্ড সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
এর পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা হয়।

তারই ভিত্তিতে বরিশালের বিভাগীয় কমিশনার এসি ল্যান্ড মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে এসি ল্যান্ড মাসুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় এই কর্মকর্তা খোরপোশ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সূত্র : কালেরকন্ঠ

- Advertisement -

Related Articles

Latest Articles