
সরাসরি টিভি সম্প্রচারে বড় ধরনের ভুলই করে ফেললেন এক ফুটবল ধারাভাষ্যকার
সরাসরি টিভি সম্প্রচারে বড় ধরনের ভুলই করে ফেললেন এক ফুটবল ধারাভাষ্যকার। তার মোবাইল ক্যামেরায় হোটেল রুমে থাকা অর্ধনগ্ন প্রেমিকার ফুটেজ দেখা যায়। গত সপ্তাহে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর বনাম আর্জেন্টিনার খেলার সরাসরি আলোচনায় এই ঘটনা ঘটে।
ইকুয়েডরিয়ান উপস্থাপক হুয়ান ফ্রন্সিসকো রুয়েদা শুধু তার প্রেমিকা রোমিনিয়া রিয়েরার অর্ধনগ্ন ফুটেজই প্রকাশ করনেনি, তিনি এমনকি সেদিন তাদের দুজনের সম্পর্কের ব্যাপারটিও ভুলে প্রকাশ্যে নিয়ে আসেন।
রুয়েদা ভুলটি করে বসেন আসলে তার ক্যামেরার ব্রাইটনেস বাড়াতে গিয়ে, তিনি হুট করেই পেছনের ক্যামেরায় চাপ দিয়ে বসেন। তবে বুঝতে পেরে দ্রুতই ঠিক করে নেন। কিন্তু এই অল্প সময় দেখা যায় এক নারী তার পোশাক পরিবর্তন করছেন।
রিয়েরা নিজেও একজন খেলার উপস্থাপক। সেই ঘটনা সেও বুঝতে পেরে সৌভাগ্যবশত একটি তোয়ালে দিয়ে ঢেকে তার শালীনতা রক্ষা করতে সক্ষম হয়েছিল।