4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

স্কটিশদের হারাতে মাত্র ৩৯ বল খরচ করলো ভারত

স্কটিশদের হারাতে মাত্র ৩৯ বল খরচ করলো ভারত - the Bengali Times

ভারতের সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেক ‘যদি কিন্তু’র ওপর দাঁড়িয়ে। নিজেদের কাজটা সেরে রাখতে বড় ব্যবধানে জয় তুলে নিল স্কটল্যান্ডের বিপক্ষে। রোহিত শর্মা ও কে এল রাহুলের ব্যাটিং তাণ্ডবে সহজে ৮৬ রানের লক্ষে পৌঁছে ভারত। ৮ উইকেট হাতে রেখেই জয় পায় কোহলিরা।

- Advertisement -

৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল গড়েন ৭০ রানের জুটি। রোহিত ১৬ বলে ৩০ করে সাজঘরে ফেরেন। ১৮ বলে ফিফটি তুলে নেন রাহুল। অধিনায়ক বিরাট কোহেলির ব্যাট থেকে আসে ২। নিজের দ্বিতীয় বলে ছক্কা মেরে সহজ লক্ষে পৌঁছে দেন সুরিয়াকুমার জাদব। ৬ দশমিক ৩ বলে সহজ লক্ষে পৌঁছে যায় ভারত।

এর আগে, টসে জিতে ব্যাটিং এ পাঠিয়ে স্কটল্যান্ডকে শুরু থেকে চেপে ধরে জাদেজা-সামিরা। ফলাফল ১৭ দশমিক ৪ বলে ৮৫ রানে অল আউট স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসের ব্যাটে আসে ২৪ রান। এটাই দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩টি করে উইকেট নেন সামি ও জাদেজা। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন একটি এবং জাসপ্রিত বুমরাহ নেন দুটি করে উইকেট।

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ের ইভানস, ব্র্যাড হোয়েল।

ভারতের একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরিয়াকুমার জাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

- Advertisement -

Related Articles

Latest Articles