15.7 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ‘তাণ্ডব’ শুরু করেছে হিলারি

ক্যালিফোর্নিয়ায় ‘তাণ্ডব’ শুরু করেছে হিলারি
বিপর্যয়কর বন্যার কবলে পড়তে পারে ক্যালিফোর্নিয়া

ক্রান্তীয় ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শুরু করেছে হিলারি। এর আগে গতকাল রোববার এটি মেক্সিকোতে আঘান হানে। শুরুতে এটি ক্যাটাগরি-৪ এর শক্তিশালী হ্যারিকেন ছিল। তবে ক্যালিফোর্নিয়ায় আসার আগেই শক্তি হারিয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।

আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিলারির কারণে ক্যালিফোর্নিয়ার লাখ লাখ মানুষ বিপর্যয়কর বন্যার কবলে পড়তে পারে। ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন রাজ্যে আঘাত হানা এটি প্রথম ক্রান্তীয় ঝড়।

- Advertisement -

ইতিমধ্যে অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এ বৃষ্টিপাতের হার আরও বিপজ্জনক হবে বলে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।

হিলারি এখন পর্যন্ত মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস বয়ে এনেছে। ইতিমধ্যে অঞ্চলটিতে একজন নিহত হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় হিলারি আঘাত হানার আগে অল্প কিছুক্ষণ আগে লস এঞ্জেলসে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, শহরজুড়ে কম্পন অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরপাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের কারণে সুনামির কোনো শঙ্কা নেই।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছে, সৌভাগ্যবশত হিলারি কারণে আমাদের দেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, কর্তৃপক্ষ আক্রান্ত অঞ্চলে বিদ্যুৎসংযোগ পুনরুদ্ধার এবং আক্রন্ত লোকদের সহযোগিতা করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles