14.9 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

পাসওয়ার্ডের (PASSWORD) বাংলা অর্থ জানেন কী?

পাসওয়ার্ডের (password) বাংলা অর্থ জানেন কী?

পাসওয়ার্ড শব্দটা সবারই পরিচিত। বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহৃত হয়। ইংরেজি এই শব্দটার বাংলা অর্থ কী তা অনেকেই জানেন না।

- Advertisement -

ফোনের তথ্য, ছবি, ফাইল সুরক্ষায় অনেকেই প্যাটার্ন বা পিন পাসওয়ার্ড ব্যবহার করেন। এরপরও হ্যাকারদের হাত থেকে এসব ব্যক্তিগত জিনিস সুরক্ষিত রাখা যায় না। ডেটা সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। আপনার পাসওয়ার্ড যতো বেশি শক্তিশালী এবং গোপনীয় হবে, আপনার ডেটা ততো বেশি সুরক্ষিত থাকবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, প্রতি মাসে বা ২ মাস পর ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। একই পাসওয়ার্ড দীর্ঘদিন ধরে রাখলে, তা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি মনে করেন যে, বার বার পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে কোথাও লিখে রাখুন। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

তবে যে পাসওয়ার্ড এতো সুরক্ষা দিচ্ছে তার অর্থ জানেন কি? ইংরেজি PASSWORD-এর বাংলা অর্থ হলো সংকেত শব্দ। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন। এর আরও বাংলা নাম আছে। যেমন- গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র ইত্যাদি।

তবে পাসওয়ার্ডের একাধিক বাংলা অর্থ থাকলেও আমরা কিন্তু তা ব্যবহার করি না। কারণ পাসওয়ার্ড শব্দটি আমরা ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি।

- Advertisement -

Related Articles

Latest Articles