14.1 C
Toronto
বুধবার, মে ২৯, ২০২৪

জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, ছবি ভাইরাল

জয় ঘুমাচ্ছে বেঞ্চে মাটিতে বসে শাকিব, ছবি ভাইরাল
ছবি সংগৃহীত

এখনো দেশে কমেনি ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার ক্রেজ। তার মাঝেই নতুন করে খবরের শিরোনামে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অনলাইনে তার ও অপু বিশ্বাসের একসাথে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির ভিডিও ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

এরপরই ধারাবাহিকভাবে আসতে থাকে অপু-শাকিবের আমেরিকা ভ্রমণের খবর। এবার নেটিজেনদের নজর কেড়েছে শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি।

- Advertisement -

ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে গিয়ে ক্লান্তির একপর্যায়ে বিশ্রাম নিচ্ছেন বাবা-ছেলে। তারা বসেন একটা জায়গায়। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন শাকিব নিজেই।

যেখানে দেখা যায়, একটি বেঞ্চে শুয়ে আছে জয়, তার পাশেই লম্বা চুল ছেড়ে দিয়ে মাথা নিচু করে মাটিতে বসে আছেন শাকিব। শাকিব এই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’।

মঙ্গলবার দুপুরে ছবিটি প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে গেছে। অনেকেই প্রশংসা করছেন শাকিবের। দিচ্ছেন নানারকম রিঅ্যাক্টও।

- Advertisement -

Related Articles

Latest Articles