-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জোকারের পোশাক পরে ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ১৭

জোকারের পোশাক পরে ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ১৭ - the Bengali Times
ছবি সংগ্রহ

ট্রেনে এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের ওপর আক্রমণ করেছেন। এতে ট্রেনের ১৭ যাত্রী জখম হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওতে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ব্যাটম্যান জোকারের পোশাক পরে যাত্রীদের একের পর এক ছুরিকাঘাত করেন। এরপর অস্ত্র বের করে গুলি করতে থাকেন। টোকিওর পুলিশ জানিয়েছে, কোকুরো স্টেশনের কাছে কেইও ট্রেনে এই হামলা চালানো হয়। যাত্রীরা ট্রেনে চড়ে শহরের হ্যালোইন উৎসবে যাচ্ছিলেন।

- Advertisement -

আক্রমণকারী ২০ বছর বয়সী যুবক বলে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থল তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী উদ্দেশে তিনি হামলা চালিয়েছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও প্যারামেডিকস (জরুরি চিকিৎসাসেবক) কর্মীরা যাত্রীদের উদ্ধার করেছেন। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ট্রেনের ভেতর যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। যাত্রীদের অনেকে ট্রেনের জানালা দিয়ে ঝাঁপ দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles