29.9 C
Toronto
বুধবার, জুন ১৯, ২০২৪

‘মানিকে মাগে হিতে’ গানে অন্তঃসত্ত্বা নারীর তুমুল নাচ

‘মানিকে মাগে হিতে’ গানে অন্তঃসত্ত্বা নারীর তুমুল নাচ - the Bengali Times
নিজের সাধের অনুষ্ঠানে নেচে ভাইরাল হলেন এই হবু মা

নেটদুনিয়ায় ভাইরাল গানটি হলো ‘মানিকে মাগে হিতে’। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে আগ্রহের কমতি নেই। সিংহলি ভাষার এই গানের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন এক অন্তঃসত্ত্বা নারী। নিজের সাধের অনুষ্ঠানে নেচে ভাইরাল হলেন এই হবু মা।

সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ভিডিওতে নাচের অনেক ভিডিও দেখেছেন নেটিজেনরা। তবে হবু মাকে তুমুল নাচতে দেখে অবাকই হয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কৃষ্ণা মাধুরি এই কাণ্ড ঘটিয়ে আপাতত ভাইরাল। হবু মায়ের খুশির হাওয়ায় গা ভাসিয়েছেন লাখ লাখ মানুষ।

- Advertisement -

কৃষ্ণা মাধুরি ক্যাপশনে জানিয়ে দেন, ‘আমার কোনোও শারীরিক সমস্যা নেই। নাচতে কোনো অসুবিধা হয়নি। প্রতিটি মেয়ের মাতৃত্বের বিভিন্ন পর্যায় ভিন্ন। তাই কোনো কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।’

কৃষ্ণার কমেন্ট বক্সেও হাজার হাজার মানুষের ভালোবাসায় পূর্ণ। কেউ তাকে ‘সুপার মম’ বলেও আখ্যা দেন। শুভকামনার বন্যা বয়ে যাচ্ছে সেই পোস্টে।

প্রসঙ্গত, ‘মানিকে মাগে হিতে’ গানটির সুর শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে। সিংহলি ভাষার এই গানটি ভাষা না বুঝে, অর্থ না জেনেই সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। গানটি গেয়ে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। ইতোমধ্যেই তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় জায়গা করে নিয়েছে গানটির হিন্দি সংস্করণ। এ ছাড়া বাংলা, ইংরেজি, কাশ্মীরি ও হিন্দি বিভিন্ন ভাষায় প্রকাশ্যে এসেছে ‘মানিকে মাগে হিতে’ গানটি।

- Advertisement -

Related Articles

Latest Articles