26.4 C
Toronto
মঙ্গলবার, মে ২১, ২০২৪

আগামী ৭ দিন ঢাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

আগামী ৭ দিন ঢাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

রাজধানী ঢাকায় আগামী ১৬ থেকে ২২ জুলাই অর্থাৎ সাত দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। আজ শনিবার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) -এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা থেকে আগামী ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে।’

আরও বলা হয়েছে, ‘ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।’

আরও পড়ুন: যে কারণে আজ থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুলছে তালা

‘জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে’, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

- Advertisement -

Related Articles

Latest Articles