13.9 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

বোতল থেকে পানি খেয়ে তৃষ্ণা মেটালো কোবরা

বোতল থেকে পানি খেয়ে তৃষ্ণা মেটালো কোবরা

একজন পরিবেশকর্মীর সহানুভূতিশীল এবং সাহসী পদক্ষেপ ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওতে, ওই কর্মীকে একটি কোবরাকে পানি খাওয়াতে দেখা গেছে। ভিডিওটি ভারতের তামিলনাড়ুর কুড্ডালোর জেলার তিরুচোপারুর শহরের।

- Advertisement -

নটরাজন নামে এক ব্যক্তি তার বাসার কাছে একটি কোবরাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। নটরাজন তার বন্ধু এঝুমালাইকে খবর দেয়। এঝু খবর দেন পরিবেশকর্মী চেল্লাকে। সাপের কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছান চেল্লা। দেখেই বুঝতে পারেন মারাত্মক ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েছে সাপটি।

এরপরই সাপটিকে বোতলে করে পানি খাওয়াতে থাকেন চেল্লা। তবে সাবধানতা অবলম্বনে সাপের লেজ ধরে রাখা হয়েছিল। চেল্লার দেয়া পানি খেয়ে সাপটি ধীরে ধীরে তার শক্তি ফিরে পায়। এরপর সাপটিকে একটি প্লাস্টিকে ভরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন পরিবেশকর্মী চেল্লা।

পরিবেশকর্মী চেল্লা জানিয়েছেন, হতে পারে সাপটি ইঁদুর খেয়েছিল।

কোনওভাবে ইঁদুরের বিষে সংক্রমিত হয় সেটি। এরপরেই অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। তবে পানি খাওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে ওঠে সাপটি। চেল্লার জীবন রক্ষার প্রচেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকলেই তাদের কাজের প্রশংসা করেছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

- Advertisement -

Related Articles

Latest Articles