18 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

পশু কেনার পর যে দোয়া পড়বেন

পশু কেনার পর যে দোয়া পড়বেন

কোরবানির ঈদের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এর মধ্যেই সারাদেশে বসতে শুরু করেছে পশুর হাট। কোরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করলে সেটা নিয়ম মেনেই কেনা উচিত। এরই মধ্য অন্যতম, পশু কেনার পর যে দোয়া পড়া।

- Advertisement -

হজরত মুহাম্মদ (সা.) বলেন, তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে উল্লিখিত দোয়া পাঠ করে। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা অখাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি। আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

- Advertisement -

Related Articles

Latest Articles