13.2 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

রেজা কিবরিয়াকে ‘মাতাল’ বললেন ভিপি নূর

রেজা কিবরিয়াকে ‘মাতাল’ বললেন ভিপি নূর
ড রেজা কিবরিয়া ও নুরুল হক নূর

গণ অধিকার পরিষদ থেকে সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তার আগে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। এবার রেজা কিবরিয়াকে মাতাল বলে অভিহিত করলেন নূর। আজ মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে নুরুল হক নূর বলেন, ‘রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনেন না,না মও বলতে পারবে না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে চেনেন কি না সন্দেহ! গত পৌনে ২ বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি। ২০ টা প্রোগ্রামেও ছিলেন না।’

- Advertisement -

তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নাই। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গোছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণ অধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণ অধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না।’

রেজা কিবরিয়া ‘মাতাল’ অভিহিত করে নূর বলেন, ‘বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিলেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।’

গত কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নূরের মধ্যে। গতকাল সোমবার তা চরমে ওঠে। গতকাল দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় নূরদের পক্ষ থেকে। তবে রেজা কিবরিয়াকেও বহিষ্কারের কোনো কথা জানায়নি তারা।

নূরদের এমন সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন ড. রেজা কিবরিয়া। গতকাল তিনি দাবি করেছেন, গণ অধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মীই তার সঙ্গে থাকবেন। তার নেতৃত্বেই নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে গণ অধিকার পরিষদ।

এদিকে, আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হক নূর ও রাশেদ খানকে গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া। এরপরই ফেসবুক লাইভে আসেন নূর।

- Advertisement -

Related Articles

Latest Articles