13.5 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

তালেবান প্রধানের সঙ্গে কাতার প্রধানমন্ত্রীর বৈঠক ২০ দিন পর ফাঁস

তালেবান প্রধানের সঙ্গে কাতার প্রধানমন্ত্রীর বৈঠক ২০ দিন পর ফাঁস

তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা সঙ্গে গোপন বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রাহমান আল-থানি।

- Advertisement -

বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১২ মে কান্দাহার শহরে কাতারের প্রধানমন্ত্রী এবং তালেবান প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাকি বিশ্বের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে আফগানিস্তানকে সংযুক্ত করার আগ্রহ প্রকাশ করেন তালেবান প্রধান।

২০২১ সালের আগস্টে কাবুলের মসনদে বসার পর থেকেই আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্কে অবনতি ঘটে। তালেবান সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে।

এদিকে গত ১২ মে কাতারের প্রধানমন্ত্রী এবং তালেবান প্রধানের বৈঠক হলেও এতদিন তা গোপনই ছিল। একটি সূত্র জানিয়েছে, ওই বৈঠকের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অবগত করা হয়েছে। তবে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি হোয়াইট হাউজ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে অবস্থিত কাতারের দূতাবাসও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles