16.5 C
Toronto
শুক্রবার, অক্টোবর ৭, ২০২২

‘এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’

- Advertisement -

‘এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’ - the Bengali Times
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর

বৃহস্পতিবার রাতে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দেওয়া হয় তিনি মারা গেছেন। সেটা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময়ও কাটান আলমগীর। এদিকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

বৃহস্পতিবার রাতে বাবার মৃত্যুর গুজব ছড়ানোর পর মধ্যরাতে ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোনো বাবা-মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর ভালো আছেন। সুস্থ আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে পরিচালক ও প্রযোজকসহ অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় অভিনেতা রাজ্জাক, এটিএম শামসুজ্জামানসহ একাধিক তারকার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল বেশ কয়েকবার। তাদের মধ্যে বেশি গুজব ছড়ানো হয় এটিএম শামসুজ্জামানকে নিয়ে।

Related Articles

Latest Articles