27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

তোর বুকের পাটা কত বড় দেইখা দিতাম, চাঁদের উদ্দেশে ডা. মুরাদ

তোর বুকের পাটা কত বড় দেইখা দিতাম, চাঁদের উদ্দেশে ডা. মুরাদ
<br >ডা মুরাদ হাসান এমপি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে উদ্দেশ্য করে ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘চাঁদ তোর কপাল ভালো রে, বক্তব্যটা তুই রাজশাহীতে দিছস, আসতি আমাদের ময়মনসিংহে, আসতি আমাদের জামালপুরে, আসতি আমার সরিষাবাড়িতে, তোর বুকের পাটা কত বড় তোর কত হিম্মত, তোর বুকে কত রক্ত দেইখা দিতাম। তোর কপাল ভালোরে…। তোর বাবার নাম কী তাও জানি না, তোর মার নাম কি তাও জানি না। তোর দল বিএনপির জন্মই আজন্মের পাপ।

সোমবার (২২ মে) বিকেলে জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন ডা. মুরাদ।

- Advertisement -

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বেগম জহুরা লতিফ, অ্যাডভোকেট জহুরুল ইসলাম প্রমুখ।

১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

চাঁদের এই বক্তব্যের প্রতিবাদে সারা দেশে আজ সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

- Advertisement -

Related Articles

Latest Articles