13.8 C
Toronto
রবিবার, জুন ৪, ২০২৩

শ্রাবন্তীকে অনুসরণ করেন জন সিনা, বিস্মিত অভিনেত্রী

শ্রাবন্তীকে অনুসরণ করেন জন সিনা, বিস্মিত অভিনেত্রী
সিনা ও শ্রাবন্তী ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রেসলিং ডব্লিউডব্লিউই’র আইকন ছাড়াও হলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা জন সিনা। এই তারকা এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনুসরণের তালিকায় রেখেছেন শ্রাবন্তী চ্যাটার্জিকে! আর এতেই যেন আকাশে উড়ছেন টলিউড অভিনেত্রী।

এ নিয়ে সংবাদমাধ্যমে শ্রাবন্তী বলেন, ‘প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট। তবে পরে ভালো করে দেখি, অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সত্য়িই খুব আনন্দ লাগছে।’

- Advertisement -

জন সিনা ফলো করলেও শ্রাবন্তী কিন্তু তার টুইটারে অনুসরণের তালিকায় মার্কিন তারকাকে রাখেননি বলে জানান।

এদিকে সিনার অবশ্য বরাবরই ভারতীয় বিশেষ করে বলিউড তারকাকের প্রতি ভালোবাসা রয়েছে। তিনি ইনস্টাগ্রাম ও টুইটারে ভারতীয় শিল্পীদের ছবি শেয়ার ও ফলো করেন।

শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে সেখানে চলছে ‘বাবুসোনা’ ছবির শুটিং।

- Advertisement -

Related Articles

Latest Articles