13.8 C
Toronto
রবিবার, জুন ৪, ২০২৩

ভাঙা হাতেই নাচতে হলো চিয়ারলিডারকে, সমালোচনার ঝড়

ভাঙা হাতেই নাচতে হলো চিয়ারলিডারকে, সমালোচনার ঝড়
ভাঙা হাত নিয়েই নেচেছেন এক চিয়ারলিডার ছবি সংগৃহীত

ভাঙা হাতে ঝোলানো হয়েছে স্লিং। দেখেই বোঝা যাচ্ছে, খুব একটা ভালো নেই শরীরের অবস্থা। এমন পরিস্থিতিতেও নাচতে বাধ্য হয়েছেন চিয়ারলিডার। গতকাল সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা।

নাচের সেই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষের একহাত নিচ্ছেন দর্শকরা। অসুস্থ মানুষকে কীভাবে নাচতে বাধ্য করা হলো সেটি নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। প্রতিবেদন আনন্দবাজার ও জি নিউজের।

- Advertisement -

আইপিএল কর্তাদের পাশাপাশি সমালোচনা হচ্ছে হায়দরাবাদ কর্তৃপক্ষের বিরুদ্ধেও। আহত ওই চিয়ারলিডার হায়দরাবাদের হয়েই পারফর্ম করছিলেন। দলটির খেলোয়াড়রা চার-ছক্কা মারলে ভাঙা হাতেই অন্য চিয়ারলিডারদের মতো সমানতালে নাচতে হয়েছে।

হায়দরাবাদের বিপক্ষে ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলতে নেমেছিলেন গুজরাটের খেলোয়াড়রা। ক্যানসার সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেই বিশেষ এই রঙের জার্সিতে দেখা গেছে হার্দিক পান্ডিয়াদের। সেই ম্যাচেই এমন লজ্জাজনক ঘটনায় সমালোচনা আরও বেড়েছে। এমন ঘটনা আইপিএলের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেছেন অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles