17.3 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম : রিজভী

গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম : রিজভী
<br >বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারে আরও বেশি। সেখানে রাজবন্দিরা অমানবিক জীবন-যাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানের ভিতরে দাঁড় করিয়ে আদালতে আনা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ।

গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম। পরে হাই কোর্টের নির্দেশে আমার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ঈদের আগে আমি সব কটি মামলায় জামিন পেলেও ছোট্ট অজুহাতে আমাকে মুক্তি দেওয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি। গতকাল রাজধানীর আদাবরের বাসায় দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রিজভী আহমেদকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

এ সময় রিজভী আহমেদের স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমিনুল হক, মীর সরাফত আলী সপু, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles