13.9 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

অনলাইন সংবাদমাধ্যমকে চাপে রাখতে নতুন আইন সংস্কার করল ভারত সরকার

অনলাইন সংবাদমাধ্যমকে চাপে রাখতে নতুন আইন সংস্কার করল ভারত সরকার

ভারতের আইটি আইন সংস্কার করে একটি ফ্যাক্ট-চেকিং ইউনিট গঠন করা হয়েছে। জাল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগে ইউনিটটি যে কোনো অনলাইন সংবাদমাধ্যম বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এ আইনের ফলে অনলাইন সংবাদমাধ্যম আরও চাপে পড়বে বলে মনে করেন দ্য এডিটরস গিল্ড অব ইন্ডিয়া।

- Advertisement -

এডিটরস গিল্ডের শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ করে, নতুন আইন প্রাকৃতিক ন্যায় বিচারের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ ধরনের কঠোর আইন দুঃখজনক। এডিটরস গিল্ড এই নতুন আইন প্রত্যাহারের দাবি জানায়। আপনারা গণমাধ্যম সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করুন।

নতুন আইন করার পর বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় আইটি বিভাগের মুখপাত্র রাজীব চন্দ্রশেখর বলেন, না, নতুন আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ বিশ্বাসযোগ্য উপারে ফেক্ট-চেক করা হবে।

রয়টার্স জানায়, এডিটরস গিল্ডের মতো ডিজিটাল অধিকার বিষয়ক সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) অভিযোগ, সংস্কার করা আইটি আইনে জাল, মিথ্য ও বিভ্রান্তিকর বলে যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, তা কী বোঝায় সেটা স্পষ্ট নয়। তাই নতুন আইনের ইচ্ছামতো প্রয়োগের শঙ্কা রয়ে গেছে।

জাল, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের অভিযোগে ইতোঃপূর্বে দু-একটি অনলাইন প্ল্যাটফর্মকে পোস্ট মুছে দিতে বাধ্য করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

সূত্র: রয়টার্স

- Advertisement -

Related Articles

Latest Articles