13.9 C
Toronto
শুক্রবার, মে ১৭, ২০২৪

ভুল বোঝাবুঝির অবসান হোক : প্রভা

ভুল বোঝাবুঝির অবসান হোক : প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

সাংবাদিকদের প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম। গত শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের আয়োজনে কথা বলার সময় সাংবাদিকদের সঙ্গে তার দূরত্বের কারণ তুলে ধরতে দুটি উদাহরণ টেনেছিলেন প্রভা। তার সেই বক্তব্যের পর সাংবাদিকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

পরবর্তীতে প্রভা তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন, নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেওয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিল না, এখনও নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক।

- Advertisement -

এ ছাড়া তিনি আরও বলেন, ‘আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোনো সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এছাড়া প্রভা আরও বলেন, ‘আমি আমার বিপদ-আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলোতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিল। আশা করছি, সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠব। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।’

এদিকে সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। এর আগে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মামলার প্রস্তুতির বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সেই আইনজীবী।

জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘প্রভা যে ভুল করেছেন, সেটি তিনি প্রত্যক্ষ-পরোক্ষভাবে বুঝিয়েছেন। তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? লিগ্যাল নোটিশ পাঠানোর পর তার কাছে পজিটিভ কিছু আশা করেছিলাম। কিন্তু তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সোসাইটিকে তার কাছে ক্ষমা চাইতে বলছেন। এ কারণে আমি ধরে নিচ্ছি, তিনি আমার লিগ্যাল নোটিশের ব্যাপারে পরোক্ষভাবে বক্তব্য দিয়েছেন। সার্বিক বিষয় বিবেচনা করেই মামলার প্রস্তুতি নিচ্ছি।’

প্রসঙ্গত, সম্প্রতি টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটি শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মূলত, সেই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রভা।

- Advertisement -

Related Articles

Latest Articles