2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যখন মন খারাপ থাকে মাহিয়া মাহির

যখন মন খারাপ থাকে মাহিয়া মাহির - the Bengali Times
মাহিয়া মাহি

ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারে বেশি কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাই ইন্ডাস্ট্রির অন্দরে তাকে নিয়ে আলোচনা বিস্তর। রূপ-লাবণ্যে অনেকের চেয়ে এগিয়ে।

কিন্তু মাহি নিজে কেমন তিনি? নিজেকে তার কেমন লাগে? মাহি জানান, তিনি যখন ঘুম থেকে ওঠেন, তখন নিজেকে দেখে তার মিশ্র ভাবনা আসে। আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলেন, ‘আল্লাহ বাঁচিয়েছে, এখন কেউ দেখছে না!’

- Advertisement -

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায়, ‘ঘুম থেকে ওঠার পর নিজেকে এতো বিধ্বস্ত লাগে, তখন মনে হয়, এরকম অবস্থায় দেখলে আমাকে কেউ নায়িকা বানাত না।’

অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়- মাহির মন যখন খারাপ হয়, তিনি কী করেন? জবাবে তিনি বলেন, ‘যখন আমার মন খারাপ থাকে, তখন আমি হকারদের কাছ থেকে একসঙ্গে অনেক জিনিস কিনে ফেলি। যেমন কেউ ক্যান্ডি ফ্লাওয়ার বিক্রি করছে। ধরলাম তার কাছে দুইশ’ ক্যান্ডি ফ্লাওয়ার আছে, আমি সবগুলো কিনে ফেলি। কেনার পর তাৎক্ষনিক ওই মানুষটার মুখে যেই হাসিটা আসে, ওটা দেখলে আমার মন ভালো হয়ে যায়।’

এর আগে গেল মার্চ মাসে প্রায় ১০০টি বাঁধাকপি কিনে নিজের নতুন গাড়ি ভর্তি করেছিলেন। ওই ঘটনার রেশ টেনে তিনি বলেন, ‘আমি তখন রাজশাহীতে ছিলাম। খুব মন খারাপ ছিল। গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধ লোক ক্ষেত থেকে অনেকগুলো বাঁধাকপি ওঠাচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করি, কয়টা আছে। তিনি বলেন- ১০০টি। এরপর আমি শুঁকে দেখলাম যে, কোনো গন্ধ আছে কিনা। দেখি কোনো গন্ধ নেই। এরপর গাড়ির ভেতরে রাখতে বলি সবগুলো।’

তবে ওই ঘটনায় বিপাকে পড়ার কথা জানিয়ে মাহি বলেন, বাঁধাকপিগুলো গাড়ির ভেতরে রাখার ঘণ্টাখানেক পর ওগুলো থেকে গন্ধ আসতে থাকে। সেই সঙ্গে কিছু পোকা বের হয়ে গাড়িতে ছড়িয়ে যায়। নতুন গাড়ির ওই হাল দেখে পরে আরও বেশি মন খারাপ হয় তার।

- Advertisement -

Related Articles

Latest Articles