4.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

কিছু ইয়েতি কুলার প্রত্যাহার

কিছু ইয়েতি কুলার প্রত্যাহার
ফাইল ছবি

ম্যাগনেটে ত্রুটির কারণে ইয়েতি ব্র্যান্ডের কিছু কুলার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে হেলথ কানাডা। সংস্থাটি বলেছে, কুলারে সংরক্ষিত আলগা ম্যাগনেট খাবারের মধ্যে পড়তে পারে, যা স্বাস্থ্য ঝুঁকিকর কারণ হয়ে দাঁড়াতে পারে।

কানাডায় এ ধরনের একটি ঘটনার কথা জানা গেছে। কিন্তু কেউ গেন ম্যাগনেট গিলে ফেলেছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

- Advertisement -

হেলথ কানাডা বলছে, যুক্তরাষ্ট্রে ইয়েতি ম্যাগনেট ত্রুটির ১ হাজার ৩৯৯টি ঘটনার অভিযোগ পেয়েছে। তবে এতে অনাকাক্সিক্ষত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

ইয়েতির যেসব কুলারে এই ত্রুটি পাওয়া গেছে সেগুলো হলো হপার ১.০ এম৩০ সফট কুলার, হপার ২.০ এম৩০ সফট কুলার, হপার এম২০ সফট ব্যাকপ্যাক কুলার এবং সাইডকিক ড্রাই গিয়ার কেস। কোম্পানি জানিয়েছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কানাডায় তারা ৪০ হাজার ৭৬২টি পণ্য বিক্রি করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles