5.1 C
Toronto
রবিবার, মার্চ ২৬, ২০২৩

‘আমি কারও জীবন নষ্ট করিনি’

‘আমি কারও জীবন নষ্ট করিনি’
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর এবং অভিনেত্রী মালাইকা আরোরা। এই পরিচয়ের বাহিরে তাদের আর একটি পরিচয় হচ্ছে তারা শোবিজ অঙ্গনের আলোচিত প্রেমিক জুটি। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন সকলের জানা। অনেকদিন ধরেই গুঞ্জন চলছে খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

মালাইকার বয়স এখন ৪৯ বছর। আর অর্জুন কাপুরের ৩৭। অসম বয়সের কারণে নিন্দার মুখে পড়েছেন মালাইকা। অনেকের অভিযোগ অর্জুন কাপুরের জীবন নষ্ট করে দিয়েছেন মালাইকা। এ নিয়ে দীর্ঘ দিন ধরে নানারকম কথা উড়লেও চুপ ছিলেন মালাইকা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

- Advertisement -

‘মুভিং ইন উইথ মালাইকা’ নামে একটি শো সঞ্চালনা করেন মালাইকা। এ শোয়ে নিন্দুকদের উদ্দেশ্যে মালাইকা আরোরা বলেন, ‘আমার বয়স বেশি শুধু তাই নয়, বয়সে অনেক ছোট এমন একজনের সঙ্গে প্রেম করছি। আমার সেই দম আছে। আমি কারও জীবন নষ্ট করিনি।’

মালাইকা আরও বলেন, ‘বিষয়টি এমন নয় যে, অর্জুন স্কুলে যায় আর ও আমার জন্য পড়াশোনায় মন বসাতে পারছে না। এমনো নয় যে, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ওকে আমার সঙ্গে ডেটে যেতে হচ্ছে। অতএব অর্জুন যখন পোকেমন ধরছিল, আমি ওকে রাস্তায় ধরেছি এমন ভাবার কোনো কারণ নেই।’

অর্জুন কাপুরের সঙ্গে সর্ম্পক নিয়ে মালাইকা আরও বলেন, ‘আমি লোকজনের ধারণা সম্পর্কে সচেতন। তারা কী বলবে, সেগুলো কীভাবে গ্রহণ করতে হবে, সব আমি বুঝি। তবে পাল্টা আঘাত করে ফেলার ভয়ও থাকে। মনের ভেতর সব সময় একটা দ্বন্দ্ব চলতে থাকে।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি ছেলে রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles