7 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

পাঁচ রাষ্ট্রের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট

পাঁচ রাষ্ট্রের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট - the Bengali Times

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা সংকট ঝুলে আছে।

- Advertisement -

রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জাতিসংঘ দিবস-২০২১’ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে।

আরও পড়ুন : সাম্প্রদায়িক উস্কানির মামলা : ইসলামি বক্তার স্বীকারোক্তি

‘আমরা আশা করি, আগামীতে যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবেন। বিশেষ করে রাশিয়া ও চীন। তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে। আমরা আশাবাদী, আমাদের এ সমস্যা দূর হবে’, বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুল ইসলাম এমপি। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক প্রমুখ।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles