7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

‘স্যুটকেসে না ফ্রিজে ভরবে?’ মুসলিমকে বিয়ে করে শুনতে হচ্ছে খোঁটা, মোক্ষম জবাব স্বরার

‘স্যুটকেসে না ফ্রিজে ভরবে?’ মুসলিমকে বিয়ে করে শুনতে হচ্ছে খোঁটা, মোক্ষম জবাব স্বরার
ছবি সংগৃহীত

ভারতে ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করলেন স্বরা ভাস্কর। মনের মানুষকে বিয়ে করেও শান্তি নেই। মুসলিম প্রেমিক তথা সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে নিত্যদিন খোঁটা শুনতে হচ্ছে স্বরা ভাস্করকে। কখনও মৌলবীদের রক্ষচক্ষুর শিকার হচ্ছেন তো কখনও বা আবার অযোধ্যার সাধু-সন্ন্যাসীদের রোষানলে অভিনেত্রী। নেটপাড়ার নীতিপুলিশদেরও মাথাব্যথার অন্ত নেই। দিল্লির শ্রদ্ধা-কাণ্ড, নিক্কি-হত্যার প্রসঙ্গ টেনে স্বরা ভাস্করকে কটাক্ষ করেই চলেছেন তাঁরা।

এমনকী, ফাহাদকে বিয়ে করার পর অভিনেত্রীর উদ্দেশে এমন প্রশ্নও ছোঁড়া হচ্ছে যে, ‘স্যুটকেসে না ফ্রিজে ভরবে?’ কারণ, দিল্লিতে হওয়া পরপর দুটি নারকীয় হত্যাকাণ্ডে প্রেমিকাকে খুন করে কেউ স্যুটকেসে পুরে রেখেছিল তো কেউ বা আবার ফ্রিজে। সেই প্রসঙ্গ টেনেই স্বরা-ফাহাদের বিয়েকে নিয়ে মশকরা চলছে। এবার সেই প্রেক্ষিতেই মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী।

- Advertisement -

এযাবৎকাল বিয়ে নিয়ে চলতি নিন্দা, সমালোচনা, কটাক্ষে কর্ণপাতও করেননি স্বরা। তবে এবার মাত্রা ছাড়াতেই জবাব দিলেন। বিয়ের ছবি পোস্ট করে লিখলেন- “শত্রুরা বলছে- স্যুটকেস, ফ্রিজ, নিয়মবিরুদ্ধ, ধর্মবদল.. আরও কত কী! আর আমাদের চোখে ভালবাসা।” এরসঙ্গেই ভালবাসার ইমোজি জুড়ে দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ধর্ম স্বরা-ফাহাদের প্রেমে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। সম্প্রতি ফুরফুরে মন নিয়ে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন দুজন। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। উল্লেখ্য, শ্রদ্ধা ওয়াকার খুন-কাণ্ডে আফতাব পুনাওয়ালার চরম শাস্তি দাবি করেছিলেন স্বরা ভাস্কর। এবার তাঁর বিয়ে করার পর সেই প্রসঙ্গ টেনেই টিটকিরি-মশকরা করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles